মানুষের মৃত্যু কখন কি ভাবে হবে কেউ বলতে পারবে না। ভোলার লালমোহন উপজেলার গজারিয়া মধ্য বাজার জামে মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় মসজিদের ফ্লোরে আবু তাহের নামের এক মুসল্লী ঢলে পড়েন। এরপরই মসজিদে তাঁর মৃত্যু হয়।
মৃত আবু তাহের লালমোহন সাদা পোল এলাকার বাসিন্দা। চরফ্যাসন উপজেলার ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক। ওই মসজিদের মুসল্লী মোহাম্মদ হোসেন জানান, বুধবার গজারিয়া বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে মুসল্লিরা কাতারে দাঁড়ায়। এসময় হঠাৎ ঢলে পড়েন আবু তাহের নামের এক মুসল্লী। এবং মসজিদের ফ্লোরে তাঁর মৃত্যু হয়।