পাম্প হাউজে আগুন, আহত ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপঝেলার গোদনাইল এসও এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০/১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় সাতজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।