প্রথমদিনেই বাহুবলির রেকর্ড ভাঙল পাঠান

প্রায় পাঁচবছর পর পর্দায় ফিরলেন শাহরুখ খান। পর্দায় ফিরেই পাঠান ঝড়ে কাবু করেছেন পুরো ভারত। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর রীতিমতো ঝড় উঠেছে শাহরুখ খানকে ঘিরে। এদিকে মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ টু’ এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ টু’ আয় করেছিল ৫২ কোটি রূপি।খবর-হিন্দুস্তান টাইমসের।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। এমনটা আগেই প্রত্যাশা করা হয়েছিল।

কর্মদিবসে মুক্তি পাওয়া ছবির ইতিহাসে পাঠানই সর্বোচ্চ ওপেনার বর্তমানে। এর আগে রেকর্ড ছিল রাজামৌলির ২০১৭ সালের ছবি ‘বাহুবলি টু’র দখলে। ‘বাহুবলি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রূপি। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবি।