ফেব্রুয়ারিতেই ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস

চলতি বছরের আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস। ওই দিন দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আমেরিকা ডেস্কের মহাপরিচালক মোহাম্মদ মোজ্জামেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয় এর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

মোহাম্মদ মোজ্জামেল হক জানান, বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের সমর্থনে আর্জেন্টিটনা সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া সেই দেশ থেকে প্রচুর পণ্য ও আমদানি হয়। সব কিছু মিলিয়ে বাংলাদেশে দেশটির দূতাবাস খোলার সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

এদিকে দূতাবাস উদ্বোধন উপলক্ষে তিন দিনের সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। এ সময় দূতাবাস উদ্বোধনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।