বিপিএলে দ্বিতীয়বার শাস্তি পেলেন সোহান, রউফকে সতর্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তির মুখোমুখি রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। সোহানের সঙ্গে রংপুরের পাকিস্তানি পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। এই নিয়ে সোহান দ্বিতীয়বার শাস্তি পেলেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল বিসিবি আচরণবিধির লেবেল ১ ভঙ্গ করায় সোহানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এদিকে রউফের জরিমানা না হলেও তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী দুজনেই আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে অসন্তোষ প্রকাশ করেন। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশসহ ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল সোহানের নামে।

এবার তার দিগুণ বেশি শাস্তি পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রউফের এটিই প্রথম ডিমেরিট। সোহানের নামের সঙ্গে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আরেকটি হলেই ১ ম্যাচ নিষিদ্ধ হবেন।

এদিকে মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও প্রাগীত রামবুকভেলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন অভিযোগ আনেন তাদের বিরুদ্ধে। শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তারা দোষ স্বীকার করে সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।