আজ ১ ফেব্রুয়ারি থেকে পুরনো কিছু মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। এসব ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করা হয়েছে। অ্যানড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনের কয়েকটি মডেলে চালানো যাবে না জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যানড্রয়েড ওএস ৪.০.৩ এর নিচের অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। আইফোনের ক্ষেত্রে আইওএস ১২.০ এর নিচের অপারেটিং সিস্টেম ভার্সনেও চলবে না অ্যাপটি।
আজ ১ ফেব্রুয়ারি থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ: iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE (1st Gen), Samsung Galaxy Core, Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Ace 2, Samsung Galaxy S3 Mini, Samsung Galaxy Trend li, Samsung Galaxy X Cover 2, Vinco Darknight 11, Archos 53 Platinum, Zte V956- Umi2, Zte Grand S Flex, Zte Grand Memo, Huawei Ascend Mate 16, Huawei Ascend G740, Huawei Ascend D2, LG Optimus L3 li Dual, LG Optimus L5 li, LG Optimus F5, Lg Optimus L3 li, LG Optimus L7ii, LG Optimus L5 Dual, LG Optimus L7 Dual, Lg Optimus F3, LG Optimus F3q, LG Optimus L2 li, Lg Optimus L4 li, LG Optimus F6, LG Act, LG Lucid 2, LG Optimus F7, Sony Xperia M, Lenovo A820