এগিয়ে এলো না কেউ, মাকে সঙ্গে নিয়ে বাবাকে হাসপাতালে নিলো ৬ বছরের শিশু

কেউ এগিয়ে না আসায় অসুস্থ বাবাকে চার চাকার ভ্যানে করে হাসপাতালে নিয়ে ছুটলেন ছয় বছরের এক শিশু। সম্প্রতি ভারতের মধ্য প্রদেশে ঘটে এ ঘটনা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে না পড়তেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি।

ভাইরাল হওয়া ওই ভিডিও তে দেখা যাচ্ছে, শার্ট পরা ওই শিশুটি পেছন থেকে চার চাকার ভ্যান গাড়িটি ঠেলছে। গাড়ির সামনে তার মা-ও রয়েছে। এভাবে তারা দীর্ঘ তিন কিলোমিটার পায়ে হেঁটে হাসপাতালে পৌঁছায়।এ দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিংগুরুলি থেকে অভিযোগ জানানো হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, শাহ পরিবারটি অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য একটি সরকারি হাসপাতালে ফোন করে। কিন্তু ২০ মিনিট পরও তাদের কোনো দেখা মেলেনি। শেষ পর্যন্ত পরিবারটি ভ্যানে করে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।এ ঘটনার পরই জেলা প্রশাসন প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন।