গোড়ালি মচকে গেছে নেইমারের

ফের ইনজুরির গ্যাড়াকলে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে মাঠে নেমে গোড়ালি মচকে যায় এ পিএসজি ফরোয়ার্ডের। তবে নেইমার ও পিএসজি ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, নেইমারের গোড়ালিতে কোনো ফাটল দেখা যায়নি, কিন্তু লিগামেন্ট স্ক্যানের জন্য অপেক্ষা করতে হবে তাকে। খবর ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ফুটমবের।

ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। লিলের বিপক্ষে ম্যাচে করেছেন অনবদ্য এক গোল এবং সতীর্থ এমবাপ্পেকে দিয়ে করিয়েছেন একটি গোল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আন্দ্রে গোমেজের চ্যালেঞ্জে পায়ে আঘাত পেয়ে লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবস্থা গুরুতর বিবেচনায় স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেয়া হয় তাকে। এ সময় ব্যথায় কাতরাতে দেখা যায় নেইমারকে।

গতকাল রবিবার ১৯ ফেব্রুয়ারি নেইমারের গোড়ালি মচকে যাওয়ায় তাৎক্ষণিক এমআরআই করানো হয়েছে, (পিএসজি মেডিকেল আপডেটে বলা হয়েছে)। নেইমারের গোড়ালিতে কোনো ফাটল দেখা যায়নি কিন্তু লিগামেন্ট স্ক্যানের জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।