টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ বোলার মুস্তাফিজ: রিজওয়ান

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ বোলার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুস্তাফিজ। ওয়ানডেতে ভারতের বিপক্ষে বিস্ময়কর বোলিংয়ে ক্রিকেট বিশ্বে নিজেকে চিনিয়েছিলেন মুস্তাফিজ। এরপর থেকে ক্ষুরধার কাটার-স্লোয়ারে পরাস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটারকে।

এবার মুস্তাফিজকে নিয়ে সমীহ জাগানিয়া কথা বললো কুমিল্লার সতীর্থ ক্রিকেটার রিজওয়ান। দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার মোহাম্মদ রিজওয়ান। সেখানে টুর্নামেন্টে দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। দলের বোলিং লাইনআপে মুস্তাফিজের মতো টি-টোয়েন্টির পরীক্ষিত বোলার থাকায় বোলারদের কাজ সহজ মানছেন রিজওয়ান।

মুস্তাফিজের বোলিং নিয়ে রিজওয়ান বলেন, ‘টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ বোলার তিনি (মুস্তাফিজ)। তিনি জানেন কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। বিশেষ করে ঢাকায়, আপনি প্রতিদিন একই রকম পিচ পাবেন না। কোন দিন এটা কঠিন, কোন দিন এটা বাউন্স, দলের সবাই কন্ডিশন মূল্যায়ন করে সেভাবে খেলার চেষ্টা করে।’

এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্টাইকার্সের সঙ্গী হয়েছে কুমিল্লা। তবে পিএসএল খেলতে দলের সাথে যোগ দিতে আজই ঢাকা ছাড়বেন রিজওয়ান। ফলে সামনের ম্যাচগুলোতে রিজওয়ানকে আর পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।