তেইশের ডিসেম্বরেই সংসদ নির্বাচন: সিইসি

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ৬টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যপক আকারে কিছু হয়নি। ভোটের জন্য স্থানীয় প্রসাশনের ওপর নির্ভর করতে হয়। তবে এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তুশ প্রকাশ করে কমিশন।

নির্বাচনে সিসি ক্যামেরা না থাকলেও গণমাধ্যমের মাধ্যমে ও নিজস্ব ব্যবস্থাপনায় পর্যবেক্ষণ করেছে ইসি। নির্বাচনের ভোটারদের উপস্থিতি আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ ছিল বলে জানায় সিইসি।