ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের প্রায় ৬ দিন পর এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫০ ঘণ্টা একটি বিধ্বস্ত ভবনের নিচে পড়ে ছিল শিশুটি।রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বর্তমানে শিশুটিকে হাতায়ে ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ডা. ফাহরেটিন কোকা এক টুইটে ওই শিশুকে উদ্ধারের ভিডিও শেয়ার করেন। তিনি জানান, ‘১৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা শিশুটিকে হাতায়ে ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে আদানায় পাঠানো হচ্ছে’।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় সোমবারের (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পনে নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৬১৭-তে পৌঁছেছে। প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি। ভূমিকম্পের পর অতিবাহিত হয়েছে দীর্ঘ সময়। তারপরেও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।