বাংলাদেশিরা বিদেশে সম্পদ কিনবে কিনা, আদেশ সোমবার

বাংলাদেশিরা বিদেশে সম্পদ কিনতে পারবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বপ্রণোদিত হয়ে এ সংক্রান্ত শুনানি করে আদেশের দিন নির্ধারণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। প্রতিবেদনটি উপস্থাপনের পর আদালত বলেন, ‘দ্বৈত নাগরিকদের রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া যায় কিনা, সংবিধান ও আইন দেখে এ বিষয়ে আদেশ দেয়া হবে। একই সঙ্গে দ্বৈত নাগরিকরা বিদেশে সম্পদ কিনতে পারেন কিনা, সে বিষয়েও আদেশ দেয়া হবে। যারা দ্বৈত নাগরিক তাদের দেশপ্রেম দুভাগে বিভক্ত। তারা টাকাটা নিয়ে অন্য দেশে চলে যাচ্ছে। কারণ সেটাও তাদের দেশ। কাজেই এসব ক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যাও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাই।’

‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির একটি অংশে বলা হয়েছে, ‘বিদেশে বাড়ি ও সম্পত্তি কেনার ক্ষেত্রে উৎসব চলছে বাংলাদেশিদের। কানাডা, যুক্তরাষ্ট্রের পর দুবাই ও লন্ডনে হিড়িক পড়েছে সম্পদ কেনার।’ এতে আরও বলা হয়, ‘আগেই আগ্রহের স্থান ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এখন সম্পদ কেনার পরিমাণ এতটাই বেড়েছে যে, বাংলাদেশিরা এখন সম্পদ কেনায় ধনী দেশের নাগরিকদের টপকিয়ে দখল করে নিচ্ছেন শীর্ষস্থানগুলো। ইতোমধ্যে দুবাইয়ে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাংলাদেশিরা সারা বিশ্বে রয়েছেন এক নম্বরে। আবার লন্ডনের অভিজাত স্থানে সম্পত্তি কেনার ক্ষেত্রেও শীর্ষ দশে আছেন তারা। তাদের অধিকাংশই দ্বৈত নাগরিক।’