বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

বগুড়ার শেরপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। ঘটনায় একজন আহত হয়েছে। নিহত দুই হলেন- বন্ধু তানজিদ (২৪) ও রিফাত (২২)। এছাড়াও এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেজবা (২২) গুরুতর আহত হয়েছেন। মেজবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত সবাই শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের চকপোতা এলাকার বাসীন্দা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় খানপুর ইউনিয়নের শালফা বেইলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয়রা জানান, বিকেলে একটি মোটরসাইকেলে তারা শেরপুর থেকে ধুনটে দিকে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে সন্ধ্যার দিকে শালফা এলাকায় পৌঁছালে বেইলী ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে তিন বন্ধু ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই তানজিদ নিহত হন ও পানির মধ্যে পড়ে রিফাত নিখোঁজ হয়। এবং একজন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় তিন ঘন্টা খোজাখুজির পর রিফাতের লাশ পানির ভেতর থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে একজন পানির ভিতরে পরে নিখোঁজ ছিল তাকেও উদ্ধার করা হয়েছে।