এবার বিএনপির এমপির পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে আসনটিতে ভোটগ্রহণ শুরু পাঁচ মিনিটের মাথায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন।
এদিকে আসনটিতে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ ও আপেল প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি সামিউল হক লিটনের সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। আহতরা নৌকার সমর্থক বলে জানা গেছে।
আজ বুধবার ১ ফেব্রুয়ারি সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, হঠাৎ করেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও তাৎক্ষণিক পুলিশসহ আইনশৃঙ্খল রক্ষাকারী অন্য বাহিনীতা নিয়ন্ত্রণ করে।
তবে ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর নিজ নিজ প্রতীকের পক্ষে স্লোগান তাদের স্লোগান দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের আশেপাশে থমথমে অবস্থা বিরাজ করছে।