দিনাজপুর-৬ আসনের নির্বাচনী এলাকা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়নের ৬৯টি মসজিদের উন্নয়নকল্পে ৫৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে মসজিদের উন্নয়নের জন্য নগদ এ অর্থ প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি। এ সময় সাংসদ শিবলী সাদিক পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও অনুদান দিবেন বলে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
ভাদুরিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে, এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক, সহ-সভাপতি ও ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ গভনিং বডির সভাপতি আমির হোসেন, দপ্তর সম্পাদক শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান আহসানুল কবির শামিম, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে।