পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। শনিবার আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। খবর- জিও নিউজ, হিন্দুস্তান টাইমস।

মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পাকিস্তানের প্রাক্তন এই রাষ্ট্রপতি লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা ও লাল মসজিদের ইমাম হত্যা মামলায় মোশাররফকে পলাতক ঘোষণা করা হয়। এরপর ২০১৬ সাল থেকে তিনি দুবাইয়ে বাস করছিলেন। এরপর থেকে আর ফিরে আসেননি।