ভয়াবহ দাবানলে পুড়ছে চিলি, নিহত বেড়ে ২৩

এবার চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় হাজার খানেক মানুষ। এ ছাড়া সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় আরো একটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে।

অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছেন। নতুন করে আরেকটি এলাকা চিলির দক্ষিণাঞ্চলীয় শহর আরাউকানিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে বিয়োবিয়ো এবং নুবলে অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা রাজধানী সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় আগুন নেভানো যাচ্ছে না। বরং বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে। ফলে জরুরি অবস্থাও বর্ধিত হচ্ছে। সূত্র: আলজাজিরা