ভাষার মাসে আজ বিপিএলে থাকছে বিশেষ চমক

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচ গড়াবে আজ শুক্রবার ১০ ফেব্রুয়ারি। ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। ২১ ফেব্রুয়ারি আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা করে বিশেষ চমক দেখাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে ভাষার মাসে বিপিএলে বাংলার প্রতি সম্মান প্রদর্শন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলো গণমাধ্যম। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে বিসিবিও। আজ শুক্রবার ম্যাচে বাংলার প্রতীকী আয়োজন রাখছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

ভাষার মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে নিম্নলিখিত কার্যক্রমগুলি গ্রহণ করা হচ্ছে বিপিএলের আজ শুক্রবারের ম্যাচে:

১. ধারাভাষ্যকার’রা বাংলা বর্ণমালা যুক্ত পাঞ্জাবি পরবেন।

২. ধারাভাষ্যকার’রা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু তথ্য উদ্ধৃত করবেন।

৩. ধারাভাষ্যকার’রা বাংলায়ও ধারাভাষ্য দিবেন; এমনকি বিদেশি ধারাভাষ্যকাররাও বাংলায় কিছু কথা বলবেন।

৪. ম্যাচ পূর্ব সাক্ষাৎকারগুলো বাংলায় নেয়া হবে।

৫. ম্যাচ শেষের উপস্থাপনায় ইংরেজি ভাষার পাশাপাশি ব্যবহার করা হবে বাংলাও। খেলোয়াড়দের বাংলায় প্রশ্ন করা হবে।

৬. সমস্ত দল বিশেষ আর্ম ব্যান্ড পরিধান করবে যার মধ্যে বাংলা বর্ণমালা থাকবে।