৬ আসনের উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: সিইসি

এবার বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, দু’একটি স্থানে কিছু অনিয়ম হলেও ছয় আসনের ভোট সুষ্ঠুই হয়েছে। গড়ে ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। আজ বুধবার ১ ফেব্রুয়ারি বিকেলে ছয় আসনের নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্যঘোষিত ছয়টি আসনের উপনির্বাচন আজ বুধবার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।

এ সময় সিইসি বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যাপক আকারে কিছু হয়নি। ভোটের জন্য স্থানীয় প্রসাশনের ওপর নির্ভর করতে হয়। তবে এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তুশ প্রকাশ করে কমিশন।

এদিকে নির্বাচনে সিসি ক্যামেরা না থাকলেও গণমাধ্যমের মাধ্যমে ও নিজস্ব ব্যবস্থাপনায় পর্যবেক্ষণ করেছে ইসি।