আজ ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ে করছেন। আজ বৃহস্পতিবার ( ২ মার্চ) নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জানা গেছে, পরিবারের পছন্দের পাত্রির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা।

এর আগে বুধবার রাতে একই ভেন্যুতে জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি ভিডিও পোস্ট করছেন সাইফউদ্দিন নিজে। সেখানে তাকে বেশ নাচতে দেখা গেছে গানের তালে তালে। গেল মঙ্গলবার নিজের হবু স্ত্রীর হাতের মেহেদী লাগানো ছবি ফেসবুক প্রোফাইলের ডেতে দিয়েছিলেন সাইফ। হাতের মধ্যে মেহেদীর ডিজাইনে ছিল ৭৪।

সাইফউদ্দিন জানান, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে তিনি বিয়ে করছেন। কনে ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। এ সময় তিনি সব শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে নতুন জীবনের জন্য দোয়া কামনা করেছেন।

সম্প্রতি শেষ হওয়া বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না এই পেস অলরাউন্ডার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আর। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।