২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর। তবে অভিষেক হওয়ার ৪ বছর পরেই এসে পেলেন প্রথম অর্ধ-শতকের দেখা। সেটাও গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। যদিও বাংলাদেশ দল ম্যাচ হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। অবশ্য শান্ত জানালেন এক ম্যাচেই সব শিখেছেন তা নয়।
এদিকে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে ক্রিকেট ঠিকমতো বুঝতে পারছেন এখন। জবাবে শান্ত বলেন, মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম।
এই ক্রিকেটার বলেন, তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে। আজকে হয়তো করতে পারেনি, কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করবো সামনে যে-ই এমন ইনিংস খেলবে চেষ্টা করবে বড় ইনিংস খেলার। মালানের ইনিংস নিয়ে তিনি বলেছেন, অবশ্যই স্কিলটা তো আছেই। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে, কাকে বড় শট খেলবে কাকে খেলবে না। মিরাজের ক্ষেত্রে ও ঝুঁকি নেয়নি আবার তাইজুলের ক্ষেত্রে দুই একটা ওভার সুযোগ নিয়েছে। প্রতিভা তো আছেই, আমার মনে হয় সঙ্গে অভিজ্ঞতাটাও দেখিয়েছে।