বর্তমান সময়ে উড়ছে টাইগাররা। সদ্য শেষ হওয়া বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ানদের ৩-০ ব্যাবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। আর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যে ২-০তে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
এদিকে ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ সিরিজ প্রথম দুই ম্যাচে জিতে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন টার্গেট “বাংলাওয়াশ”। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল ৩১ মার্চ শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
তবে এই ম্যাচের আগে গতকাল ঢাকায় ফিরেছেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান এবং ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ করেই ঢাকা ফেরেন তারা।
জানা গেছে, ব্যক্তিগত কারণে ঢাকায় এসেছেন এই দুই ক্রিকেটার। আজ কাজ শেষ করেই দলের সাথে চট্টগ্রামে যোগ দেবেন তারা। ইতিমধ্যেই আইপিএলের খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ। তবে এখনো আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছুটি পাননি সাকিব এবং লিটন।