এবার নাসির পত্মী তামিমা ফেসবুকে এক পোস্টে লিখেন, নাসির ৮/১০ জনের মতো দেখিয়ে দেখিয়ে ভালো কাজ গুলো করে না /লোক দেখানো ভালো কাজ ও পারে না তাই সবার মতো ভালো মানুষ ও হতে পারে না, হয়তোবা আল্লাহ’র কাছে থেকে একদিন সব ভালো কাজের উপহার পাবে।
তামিমার সেই স্ট্যাটাসটির আংশিক তুলে ধরা হলো, ‘আমার নাম তামিমা সুলতানা। বন্ধুবান্ধব ও কাছের মানুষরা তামি বলে ডাকে। তবে নাসিরকে বিয়ে করার পর সেটা হয়ে গেছে তাম্মি! কোথায় থেকে আসলো এই নামটা বা কে দিল, সেটা আমার বোঝার বাহিরে। যারা আমার সঠিক নামটাও জানে না, আজ তারা আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলে, হাস্যকর।
আজকে সেই সব ভদ্র মানুষদের উদ্দেশে কিছু না বললেই নয়। এই যে আমাদের ভদ্র সমাজ আর সেই সমাজের ভদ্র ভালো চরিত্রের মানুষজন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে- ভদ্র বা ভালো চরিত্রবান কারা? আমি একটু জানতে চাই।