ফেসিয়াল প্যারালাইসিসের অবস্থা নিয়ে যা জানালেন তাসরিফ

নেটদুনিয়ায় কুঁড়েঘর ব্যান্ডদল দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনের শ্রোতাদের মন জয় করে নেয় ব্যান্ডদলটি। গান-বাজনার পাশাপাশি গেল বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হন এই তরুণ গায়ক। এদিকে শারীরিক অসুস্থতায় ভুগছেন তাসরিফ খান। ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত তিনি। ফলে তার মুখের এক পাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। গত মঙ্গলবার (৭ মার্চ) এমনটাই জানিয়েছেন এ গায়ক। এর দুই দিন পর বৃহস্পতিবার ফেসবুকে আরেক পোস্টে ফিজিওথেরাপি নিচ্ছেন বলে জানান এ শিল্পী।

ফেসবুকে ভেরিফায়েড পেজে গতকাল রাত ৮টা ৫১ মিনিটে দেয়া পোস্টে তাসরিফ খান লিখেন, আজ তৃতীয় দিনের মতো আমার ফিজিওথেরাপি দেয়া হলো। খুব চোখে পড়ার মতো উন্নতি হয়নি এখনও, তবে আমি আশাবাদী। ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা সঠিক ফয়সালা ঠিক করে রেখেছেন। সত্যি বলতে আমি একেবারেই ঘাবড়ে যাইনি। আমি যেকোনো রকম ফলাফলের জন্যই মানসিকভাবে প্রস্তুত। তাসরিফ আরও লিখেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা রইল।

উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।