বহিরাগতদের হাতে মারধরের শিকার ইবি শিক্ষার্থী, সড়ক অবরোধ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে স্থানীয়দের দ্বারা মারধরের ঘটনায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।

মারধরের শিকার হওয়া দুই শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মেদ হাসান জিসাদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।

জানা যায়, অভিযুক্ত স্থানীয় ছেলের নাম আকাশ। সে নবম অথবা দশম শ্রেণির ছাত্র। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় লেকে ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের ভিডিও ধারণ করে সে। পরে তাকে ভিডিও ডিলেট করতে বলা হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে আকাশ হুমকি দিয়ে বলে শেখ পাড়া (বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বাজার) গেলে দেখে নিবো। পরে বিকালে জিসাদ ও আকাশ শেখপাড়া বাজারে মটরসাইকেলে তেল নিতে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে স্থানীয়রা। ফলে তারা আহত হয়। পরে তাদেরকে ইবি মেডিকেলে নিয়ে যাওয়া হলে তাদের কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এখনো আন্দোলন চলমান রয়েছে।