বান্ধবীকে বিষ খাইয়ে মেরে ফেলল প্রেমিক

এখনও বিয়ের বয়স হয়নি, বিয়ে করার ইচ্ছা থাকলে এখনও অপেক্ষা করতে হবে, এই বলে প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সি এক প্রেমিকা। তাই প্রেমিক জোর করে বিষ খাইয়ে দেয় তাকে। বুধবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় ওই মেয়েটি। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের আলওয়াল এলাকায়। খবর-আনন্দবাজারের।

পুলিশ জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি সকালে কলেজ যাবেন বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া মেয়েটি। বাসে ওঠার পর হঠাৎ তার পাশের সিটে এসে বসেন প্রেমিক পৃথ্বী। আবদুল্লাপুরমেত থানার পুলিশ সূত্রে খবর, বিয়ের জন্য তাকে জোর করছিলেন প্রেমিক। এমনকি বিয়ে করবেন বলে তাকে নিয়ে সাঙ্গী মন্দিরেও গিয়েছিলেন পৃথ্বী।

কিন্তু মেয়েটি জানিয়েছে, তার এখনও বিয়ের বয়স হয়নি। পৃথ্বীকে আরও অপেক্ষা করতে বলেছিল সে। এটি শুনে নিজের জামার পকেট থেকে একটি বিষভর্তি বোতল বের করেন পৃথ্বী। জোর করে নিজের প্রেমিকাকে বিষ খাইয়ে দেন তিনি। তারপর নিজেও বিষপান করেন তিনি। রাস্তায় দু’জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা তাদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বুধবার মধ্যরাতে মারা যান ওই প্রেমিকা। পৃথ্বীও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পৃথ্বীর বিরুদ্ধে আবদুল্লাপুরমেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।