এবারের অস্কার হাতে পেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য দিয়েছেন অনেকেই। তবে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি যার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কে হুই কুয়ান। ৯৫ তম অস্কারের আসরে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। ‘এভরিথিং এভরিহোয়্যার অল এট ওয়ান্স’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছেন, পুরস্কারও পেয়ে গেলেন।
এদিকে প্রথম অস্কার হাতে পেয়ে আবেগ আপ্লূত হয়ে গেছেন অভিনেতা। কেঁদে ফেলেছেন। অস্কার হাতে নিয়ে তিনি বললেন, ‘আমার মায়ের বয়স ৮৪ বছর। তিনি বাড়িতে বসে দেখছেন। মা, আমি অস্কার জিতেছি।’ অভিনেতা আরও বলেন, “আমার যাত্রা শুরু হয়েছিল এক নৌকায়। এরপর এক বছর কেটেছে শরণার্থী ক্যাম্পে। সেখান থেকে হলিউডের সবচেয়ে বড় মঞ্চে। অনেকে বলেন এমন গল্প শুধু সিনেমাতেই সম্ভব। বিশ্বাস করতে পারছি না যে এমনটা আমার জীবনেও ঘটলো। এটাকেই বলে ‘আমেরিকান ড্রিম’”
শুধু কে হুই কুয়ান নয়, জীবনের অন্যতম সেরা অর্জনে মাকে স্মরণ করেছেন আরও অনেক তারকাই। ‘এভরিথিং এভরিহোয়্যার অল এট ওয়ান্স’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। প্রথম এশিয়ান হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। জানিয়েছেন, তার ৮৪ বছর বয়সী মা মালয়েশিয়ায় বসে অস্কারের অনুষ্ঠানে মেয়েকে দেখছেন। মাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী অস্কার হাতে নিয়ে বলেছেন, ‘এই পুরষ্কার পৃথিবীর সব মায়ের জন্য, কারণ তারা আসল সুপারহিরো। তাদের ছাড়া আজ রাতে আমরা কেউই এখানে থাকতে পারতাম না।’
এদিকে রুথ কার্টার প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি দুটি অস্কার জিতেছেন। ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার সিনেমার জন্য সেরা পোশাক পরিকল্পনা বিভাগে পুরষ্কার জিতেছেন তিনি। গত সপ্তাহেই মাকে হারিয়েছেন রুথ কার্টার। পুরষ্কার পেয়ে তিনি বলেছেন, ‘গত সপ্তাহে মেবেল কার্টার চলে গেছেন হয়েছেন। এই সিনেমা আমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে।’ তিনি প্রয়াত চ্যাডউইক বোজম্যানকে তার মায়ের খেয়াল রাখতে অনুরোধ করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান