সাকিবের কথায় রাজি হয়েছেন ইমরুল

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস বাংলাদেশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরুল কায়েস জানান, তিনি খেলা দেখতেই মূলত মাঠে এসেছেন। সেই সঙ্গে হাতের চোট নিয়ে ফিজিওর সঙ্গে পরামর্শ করবেন। ২০১৬ সালে ইংল্যান্ডের সর্বশেষ বাংলাদেশ সফরে খেলেছিলেন ইমরুল। আজ তিনি দর্শক।

এদিকে নিজের অনুভূতি জানিয়ে ইমরুল বলেন, ‘অনুভূতি ভালো। আগেরবার মাঠে খেলেছি, এবার মাঠের বাইরে থেকে খেলছি। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ দল খেলছে, আমরা দেখছি, এটাই ভালো লাগার বিষয়।’ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩৫.৫৮ গড়ে ইমরুল করেছেন ৪৩৯ রান। একটা সেঞ্চুরিও আছে তার। গত ২০১৬ সালে মিরপুরে খেলা ১১২ রানের ইনিংসের ম্যাচে বাংলাদেশ অল্পের জন্য হেরেছিল। ইংল্যান্ড তার প্রিয় দল কিনা- এমন প্রশ্নে ইমরুল বলেন, ‘আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সব প্রতিপক্ষই শক্তিশালী। হ্যাঁ, ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছিলাম। ওরা খুব অ্যাটাকিং থাকত। আর যে দলগুলো অ্যাটাকিং ক্রিকেট খেলে, তাদের বিপক্ষে রান করে মজা আছে।’

এদিকে দীর্ঘ ক্যারিয়ার হলেও প্রেসবক্সে বসে খেলা দেখার অভিজ্ঞতা ইমরুলের জন্য নতুন। প্রেসবক্সে খেলা দেখার অনুভূতি নিয়ে ইমরুল বলেন, ‘প্রেসবক্সে এসি আছে, আপনারা এখানে বসে আরাম করে খেলা দেখেন (হাসি)। আমরা মাঠে খেলি। গরমে অনেক কষ্ট করতে হয়। পার্থক্য এটাই।’

আগামী মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবের অনুরোধে মোহামেডানে খেলতে যাচ্ছেন ইমরুল। ডিপিএল নিয়ে বাঁহাতি ওপেনার বলছিলেন,‘সাকিব বলেছিল মোহামেডানে খেলতে। গত বছরই বলেছিল, কিন্তু আমি শেখ জামালে কথা দিয়েছিলাম। এ বছর আগে বলে রাখায় বলেছি, ঠিক আছে। এ বছর ইনশা আল্লাহ্ মোহামেডানে খেলছি। চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। এবার সবাই ভালো খেলোয়াড়। সাকিব আমাকে ফোন দিয়েছিল খেলতে। এবার আগে বলায় বলেছি ঠিক আছে।’