হিরো আলমের অভিশাপের বিষয়ে যা বললেন তাসরিফ খান

সম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। এর প্রভাবে তার মুখের একাংশ বেঁকে গেছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজ থেকে এক লাইভে বিষয়টি নিশ্চিত করেন তাসরিফ নিজেই। লাইভটিতে তার মুখের বাঁ-পাশ বেঁকে যাওয়াটা স্পষ্ট বোঝা যায়। লাইভে তাসরিফ জানান, এ রোগে আক্রান্ত হয়ে মুখের বাঁ-পাশ বেঁকে গেছে তার। পাশাপাশি বাঁ-চোখটাও জ্বালাপোড়া করছে।

তিনি জানান, পাঁচ দিন আগে রাতে কুলকুচি করতে গিয়ে এই সমস্যাটা অনুধাবন করতে পারেন। সোমবার থেকে এ রোগের চিকিৎসা নিচ্ছেন। তাসরিফ বলেন, সোমবার থেকে রোগটির জন্য ফিজিওথেরাপি নেওয়া শুরু করেছি। সঙ্গে ওষুধ খাচ্ছি। আমি চাচ্ছি যে, রোগটার পুরোপুরি ট্রিটমেন্ট নিতে। সেইসাথে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

এদিকে তাসরিফ খানের অসুস্থতা নিয়ে ফেসবুক লাইভে এসে বিতর্কিত মন্তব্য করেন আলোচিত ইউটিবার হিরো আলম। তবে এর জবাবে হিরো আলমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাসরিফ। শনিবার রাতে এক ফেসবুক লাইভে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান তাসরিফ। সেখানেই এক ফাঁকে জানান, হিরো আলম যে তাকে অভিশাপ দিয়েছেন তাতে কিছু মনে করেননি তিনি। বরং হিরো আলমের সৎসাহস, ডেডিকেশনের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।

হিরো আলমের উদ্দেশে তাসরিফ বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা, আপনি বলেছেন- চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাব না! এই যে তথ্যটা আপনাকে যেই দিয়েছে বা মনগড়া তথ্যই হোক, এটা একটা ভুল কথা।

তিনি আরও বলেন, আপনাকে আমি জানাতে চাই, যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস এবং আপনার যে ডেডিকেশন-এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা। তিনি বলেন, তার মানে এই নয় যে, আপনি যে কাজই করেন সেটা আমি সাপোর্ট করি। যেই কাজগুলো মনে করি আপনার কাছ থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না দয়া করে। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়-যেটা আমি বলিনি, তাও যদি পেয়ে থাকেন আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এর আগে তাসরিফের এমন রোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার (১০ মার্চ) রাতে দেশের আলোচিত ইউটিউবার হিরো আলম লাইভে বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’