আমি ফুটবলে সবকিছুই অর্জন করেছি: মেসি

২০২২ কাতারে মরুর বুকে শিরোপা উঁচিয়ে ৩৬ বছরের খরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেন। বিশ্বজয়ের পর একের পর এক পুরস্কার ও সম্মাননা পেয়ে চলেছেন ৩৫ বর্ষী মহাতারকা। দেশের মাটিতে খেলতে যেয়ে বিশ্বকাপ জয়ের জমকালো উদযাপনের পর এবার সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের থেকে সম্মাননা পেলেন মেসি, কনমেবল তার ভাস্কর্য তৈরি করেছে।

এদিকে কনমেবল জাদুঘরে ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে রাখা হচ্ছে বিশ্বজয়ী মেসির ভাস্কর্য। বিশ্বফুটবলকে নেতৃত্ব দেয়ার জন্য মেসি হাতে একটি প্রতীকী লাঠিও উপহার দিয়েছেন কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগেজ। লাঠিটি মেসির হাতে তুলে দেয়ার সময় বলেছেন, ‘সাউথ আমেরিকান এবং বিশ্ব ফুটবলের নেতৃত্ব আজ আমরা আপনাকে দিলাম।’

উপহার পেয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আবেগী কণ্ঠে বলেছেন, ‘নিজেকে এখন পরিপূর্ণ মনে হচ্ছে। ফুটবলে সবকিছুই আমি অর্জন করেছি। এর জন্য ঈশ্বরকে ও সতীর্থের ধন্যবাদ জানাই। এই উপহারগুলো পেয়ে দারুণ খুশি হয়েছি। যা আমার বাড়ির জাদুঘরে রেখে দিবো। কনমেবলকেও ধন্যবাদ।’

মেসি আরও বলেন, ‘ছেলে হিসাবে আমার স্বপ্ন ছিল পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়া। সর্বদা নিজের উন্নতি করার চেষ্টা করেছি এবং আরও করতে চাই। আমার অনেক পরাজয় ছিল, কিন্তু সবসময় সামনে দিকে এগিয়ে গেছি। সবসময় জয়ের জন্য এগিয়ে যেতে চেয়েছিলাম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবল আমার সকল স্বপ্ন পূরণ করেছে।’