‘এখন বিশ্বের সেরা খেলোয়াড় এমবাপে’

এবার ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে বিশ্বজয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি ও পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি। তবে ‘এই সময়ে এমবাপে বিশ্বসেরা’, এমন বলছেন ফ্রান্সের সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল ব্রাভো।

এদিকে প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক মিডফিল্ডার ব্রাভো দাবি করেছেন, ‘এমবাপে এতটাই বুদ্ধিমান যে, নিজের উন্নতি করার জন্য কী করা প্রয়োজন তা জানে। সে কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা জানি না। আমার জন্য সে মেসি এবং রোনালদোর যোগ্য উত্তরসূরি। এখন বিশ্বের সেরা খেলোয়াড় এমবাপে। সে তার সতীর্থদের অনুপ্রেরণা যোগায়। এটা প্রতিপক্ষকে ভীত করে, যা তাকে অন্যদের চেয়ে বেশি মূল্যায়িত করে।’

এদিকে ২৪ বর্ষী ফরোয়ার্ড ইতিমধ্যেই বিশ্বকাপ ও চারবার লিগ ওয়ান শিরোপা জিতেছেন। ২৪৭ ম্যাচে ২০১ গোল করে পিএসজির সর্বকালের সেরা গোলদাতার স্থানটি দখল করেছেন।

তিনি বলেন, ‘সেদিন সে শুরুতেই নামতে না পারার জন্য আমাদের অনুতাপ হতে পারে। কিন্তু যখন সে ফিরবে সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। আমি নিশ্চিত পিএসজি কোয়ালিফাই করবে, কারণ সেখানে এমবাপে আছে।’ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে হারার প্রসঙ্গ টেনে বলেছেন ব্রাভো।