গ্রীসে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

এবার গ্রীসের লরিসা শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে ৩৫০ জনেরও বেশি লোককে বহনকারী একটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রেন দুটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন নেভাতে ও যাত্রীদের বাঁচাতে তাৎক্ষনিক ভাবে উদ্ধারকারীরা ছুটে যায়।

স্থানীয় ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাস্থলে ১৭টি দমকল গাড়ি এবং ২০টি অ্যাম্বুলেন্সসহ অন্তত ১৫০ জন দমকলকর্মী উদ্ধার অভিযানে কাজ করছে। আজ বুধবার ভোরে দেশটির স্থানীয় টেলিভিশন বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস।

এদিকে থেসালি অঞ্চলের আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস এপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “এটি একটি খুব শক্তিশালী সংঘর্ষ ছিল। একটি ভয়ানক রাত… দৃশ্যটি বর্ণনা করা কঠিন।”

এদিকে দুর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার অভিযান এখনও চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি।