দলের সাথে না এলেও যথাসময়ে অনুশীলনে হাজির সাকিব

এবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি খেলতে গতকাল ৪ মার্চ দুপুরে চট্টগ্রাম পৌঁছায় বাংলাদেশ। তবে সাকিব আল হাসান তখনো ঢাকায়। অথচ আজ সকালে অনুশীলনে ঠিকই হাজির টাইগার অলরাউন্ডার। গতকাল দল যখন ব্যাগ পত্র গুছিয়ে বিমানবন্দরে তখন সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলদবল সারতে মিরপুরে।

সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে চুক্তি করেন মোহামেডানের সাথে। সিসিডিএম থেকে বের হয় সাকিবকে নিজের ব্যক্তিগত কাজ সারতেও দেখা যায়। তবে রাতের মধ্যেই রওয়ানা দেন চট্টগ্রামের উদ্দেশে। এর চেয়েও বড় ভ্রমণক্লান্তি পেছনে ফেলে অনুশীলনে হাজির হওয়ার নজির সাকিব দেখিয়েছেন বহুবার।

আজও ব্যতিক্রম হয়নি। দলের অনুশীলন ছিল ১০ টায়, আর শুরু থেকেই আছেন সাকিব। সূচি অনুসারে অনুশীলন চলবে দুপুর একটা পর্যন্ত। এরপর আগামীকাল ৬ মার্চ তৃতীয় ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলবেন বাংলাদেশের দলের একজন প্রতিনিধি।

এদিকে ইংল্যান্ড সিরিজ সামনে রেখে সকালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দুপুরে সাকিব অনুশীলন করেছেন সপ্তাহ খানেক আগেই। যা সাকিবের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।