পবিত্র রমজান উপলক্ষে এক হাজার কপি কুরআন পেল শিক্ষার্থীরা

এবার কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় রমজান মাস উপলক্ষে অর্থসহ এক হাজার কপি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ১১ মার্চ বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফের কপিগুলো বিতরণ করা হয়। ঊষার আলো ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে কোরআনের কপিগুলো বিতরণ করা হয়।

এদিকে ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদ ভূইয়া জানান, রমজানে কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এই মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়াও উত্তম কাজ। তাই আমরা সাধারণ মানুষের মাঝে কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। এ কোরআন বিতরণের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, পুলেরঘাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল কাইয়ুম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম, পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।