সৌদি পতাকায় হাতে কালেমা লেখা ডিজাইনারের মৃত্যু

সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল-মানসোফ মারা গেছেন। তিনি কালেমাখচিত সৌদি আরবের বর্তমান পতাকা প্রথম ডিজাইনার। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

আল মানসোফ ছিলেন প্রথম সৌদি ক্যালিগ্রাফার, যিনি হাতে শাহদা লিখতেন। ষাটের দশকের গোড়ার দিকে তিনি সৌদি আরবের পতাকার ওপর কালেমা ও তলোয়ার আঁকেন। তার এমন এক সময় মৃত্যু হলো যখন সৌদি আরব আজ ১১ মার্চ প্রথমবারের মতো পতাকা দিবস পালন করে। ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি হাতে করেছিলেন।

ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটি সম্পর্কিত। ওই দিন ইংরেজি ১৯৩৭ সালের ১১ মার্চ ছিল। সৌদির বাদশাহ আবদুল আজিজ সেই দিন দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন।