রোজা রেখে ভুলে কেক খেয়ে ফেললেন চিত্রনায়ক অনন্ত জলিল। পরে যখন বুঝতে পারলেন তখন মুখ থেকে দ্রুত ফেলে দেন কেক। এদিকে জন্মদিনে স্বামী অনন্ত জলিলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি লিখেছেন ‘আসলে অনন্ত ভুল করছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাইহোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে। ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?’
সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। যদিও সঙ্গে সঙ্গে অনন্ত দাবি করেন, তিনি রোজা আছেন। ভুল করে কেক খেয়ে ফেলেছেন। কেক খেয়ে চিত্রনায়ক অনন্ত জলিল বললেন, ‘হায় হায় আমি রোজা’। এমন একটি ভিডিও সোমবার সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কেক খাওয়া নিয়ে অনন্ত জলিলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেছেন, ওটা ‘ভুল করে’ হয়েছে। আর ভিডিওটি দেখে তিনি নিজেও মজা পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে প্রকাশ পেয়েছে অনন্ত জলিল অভিনীত ছবি ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক। আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে।