আমি সব সময় বলে এসেছি, আমাদের সেরা ব্যাটসম্যান মুশফিক: পাপন

চলতি টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। বাংলাদেশ দিন শেষ করেছিল ২ উইকেট ৩৪ রান তুলে। গতকাল মুশফিকের ১৬৬ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৬, সাকিবের ৮৪ বলে ৮৭ ও মেহেদী হাসান মিরাজের ৮০ বলে ৫৫ রানে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৯ রান। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা ৪ উইকেটে ২৭ রান তুলে।

এদিকে মুশফিকের এমন ব্যাটিংয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও জানালেন, মুশফিকই বাংলাদেশের সেরা ব্যাটার।

গতকাল খেলা দেখতে এসে মিরপুরে সাংবাদিকদের পাপন বলেন, ‘আমি সব সময় একটা কথাই বলে এসেছি যে, আমাদের সেরা ব্যাটসম্যান হলো মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না। তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে, সে রানে ফিরবে। ওডিআইয়ের পর টেস্টেও সেঞ্চুরি করল। ওর ওপর আমাদের এই আস্থাটা আছে।’

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে চালকের আসনে থাকলেও টেস্টে বাংলাদেশকে এখনো ভালো দল মনে করেন না বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘টেস্টে এখনো আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটা হলো বাস্তবতা। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা, এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টেও ভালো দল হয়ে উঠবে।’