পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২০ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিনসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল (মোট ৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদ পরবর্তী সময়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ঈদ উদযাপন উপলক্ষে আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ২১, ২২ ও ২৩ এপ্রিলসহ মোট ৪ দিন দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর নতুন সময় সূচি অনুযায়ী অফিস চলবে।
ঈদের ছুটির পর ২৪ এপ্রিল (রোববার) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে বিকেল ৫টায়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।