গরমে অতিষ্ঠ মানুষ। দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। আর তীব্র রোদে খেটে খাওয়া মানুষদের অবস্থা আরও নাজুক। কাঠফাটা রোদে জ্বলতে বসেছে ফসলের মাঠ। তীব্র তাপদাহে খাল, মাঠ, ঘাট ফেটে চৌচির। এদিকে তাপমাত্রা গতকালের তুলনায় এক দুই ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকলেও কমেনি দাবদাহ।
এদিকে পবিত্র রমজান মাসে এই অবস্থায় নাভিশ্বাস মানুষের। এরপরও বৃষ্টির দেখা নেই। সংকটময় এই মুহূর্তে অসহায় মানুষদের ইফতার করানোর ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন । সোমবার (১৭ এপ্রিল) শায়খ আহমাদুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
আহমাদুল্লাহ লেখেন, ইফতারের সময় ঘরমুখো মানুষের অনেকেই থাকেন মাঝপথে। বাসায় পৌঁছানোর আগে পথেই ইফতারের সময় হয়ে যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন এ বছর প্রথমবারের মতো স্বল্প পরিসরে ঢাকার বেশ কিছু সিগনালে ঘরমুখো মানুষের মধ্যে ‘পথ ইফতার’ বিতরণের উদ্যোগ নিয়েছে। গতকাল ও গত পরশু কারওয়ান বাজার, বাংলা মটর, বাড্ডা লিংকরোড, মালিবাগ আবুল হোটেল সিগনাল, হতিরঝিল সাতরাস্তা, মালিবাগ মৌচাকসহ বিভিন্ন স্পটে ৮ হাজার ৬০০ যাত্রীর মাঝে ইফতার বিতরণ করা হয়। তিনি লেখেন, আমাদের পথ ইফতারে- আধ লিটার পানি, একটা কেক, তিনটা খেজুর থাকে। খুব সামান্য উপকরণ, কিন্তু এই সময়ে অসামান্য উপকার বয়ে আনে।
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অন্যান্য বছরের মতো এ বছরও ৪৩ টি জেলার ৯ হাজার ২৭০ জন রোযাদারকে এক মাসের ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।