ঈদে দুস্থদের আড়াই কোটি টাকার উপহার দেবে ডিএসসিসি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় দুস্থদের ঈদ উপহার দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উপহার সামগ্রী কাউন্সিলরদের মাধ্যমে বিতরণের জন্য ডিএসসিসির ৭৫ জন ওয়ার্ড কাউন্সিলর ৩ লাখ টাকা করে বরাদ্দ পাচ্ছেন এবং ২৫ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পাবেন ১ লাখ টাকা করে।

শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।

সচিব আকরামুজ্জামান জানান, ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের অসহায় ও দুঃস্থ জনসাধারণের পবিত্র ঈদুল ফিতর আনন্দময় করার জন্য প্রতিটি সাধারণ ওয়ার্ডের ৭৫ কাউন্সিলরদের অনুকূলে তিন লাখ টাকা করে মোট ২ কোটি ২৫ লাখ টাকা এবং প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডের ২৫ জন নারী কাউন্সিলরদের অনুকূলে এক লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে এই খাতে মোট ২ কোটি ৫০ লাখ টাকা বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল হতে এককালীন বরাদ্দ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, এই টাকা থেকে কাউন্সিলররা একটি পরিবারকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করতে পারবেন। আর্থিক অনুদান চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া আর্থিক অনুদানের জন্য বিবেচ্য ব্যক্তি বা পরিবার প্রধানের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন থাকতে হবে। পাশাপাশি উপকারভোগীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।