একাই চার গোল করলেন আর্জেন্টাইন তরুণ

লা লিগা শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে কতক্ষণ অপেক্ষায় রাখতে পারে সেটাই ছিল দেখার। কিন্তু মঙ্গলবার রাতে আর্জেন্টাইন তরুণের চার গোলে জিরোনার বিপক্ষে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে লস ব্লাঙ্কোসরা। লিগ শিরোপাও তুলে দিয়েছে বার্সার ঘরে। রিয়ালের মতো এমন একটি বড় ক্লাবের বিপক্ষে একাই চার গোল করা চাট্টিখানি কথা নয়। তাও আবার পূর্ণ শক্তির দল। এমন দৃশ্য মনে করলেই এই প্রজন্মের ফুটবলপ্রেমীদের চোখে ভাসত রবার্ট লেভানদোভস্কির মুখ।

তবে আজ থেকে সকলের স্মৃতিপটে চলে আসবে আরেকটি নাম ভ্যালেন্টন মারিয়ানো জোসে কাস্তেলানোস হিমেনেজ, সতীর্থদের কাছে যিনি ট্যাটি কাস্তেলানোস নামে পরিচিত। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের একার ৪ গোলে জিরোনার কাছে ৪–২ ব্যবধানে উড়ে গেল গ্যালাক্টিকোরা। জিরোনা নিজেদের মাঠে ম্যাচটায় শুরু থেকেই লড়েছে রিয়ালের চোখে চোখ রেখে। ১২ মিনিটে তার সুফলটাও পেয়ে যায় দলটা। দারুণ এক আক্রমণ শানিয়ে এসে গোলটা করেন কাস্তেইয়ানোস।

ব্যবধানটা দ্বিগুণ করতেও সময় নেয়নি স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আসা লং বল ধরে রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাও আর গোলরক্ষক আন্দ্রেই লুনিনের বাধা এড়িয়ে গোলটা করেন সেই কাস্তেইয়ানোস। রিয়াল অবশ্য ম্যাচে ফেরে এর কিছু পরেই। ৩৪ মিনিটে মার্কো অ্যাসেনসিওর খুঁজে পায় ভিনিসিয়াস জুনিয়রকে। তার গোলে ব্যবধান কমায় রিয়াল। বিরতির পর আবারও দুই গোলের লিড ফেরত পায় স্বাগতিকরা। কোউতোর ক্রস থেকে গোল করেন কাস্তেইয়ানোস, পূরণ করে ফেলেন হ্যাটট্রিকও।

ম্যাচটা রিয়ালের হাত ফসকে বেরিয়ে যায় ঘণ্টার কাটা পেরোনোর একটু পরেই। এবারও মিলিতাওকে ফাঁকি দিয়ে কাস্তেইয়ানোস করে ফেলে নিজের চতুর্থ গোলটা। শেষের একটু আগে লুকাস ভাসকেজ অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেটা শেষমেশ কেবল ব্যবধানই কমাতে পেরেছে কেবল। ম্যাচটা জিরোনা জিতেছে ৪-২ গোলে। এই হারের ফলে রিয়াল বার্সার সঙ্গে ব্যবধানটা কমাতে পারল না এক দিনের জন্যেও। ৩১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বার্সার ঝুলিতে আছে ৭৬ পয়েন্ট। কাতালোনিয়ায় রিয়ালের লিগের আশাটা এক ধাক্কাই খেয়ে গেল বৈকি।