কুয়েতে ঈদ হতে পারে শনিবার

আজ কুয়েতসহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে সেখানে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। কুয়েতের স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল সন্ধ্যার পর কুয়েতের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে নিশ্চিত জানাবে।

অন্যদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার (আইএসি) বরাত দিয়ে কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই জানায়, আরব ও ইসলামী বিশ্বের কোথাও বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়।

লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে আরব ও ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়।

অতএব শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। তাই শনিবার ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হতে পারে বলে জানিয়েছে কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম।