প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, অনেক রাজনৈতিক দলের আস্থা না থাকা ও আর্থিক সংকট বিবেচনায় ব্যালটে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।
ইভিএম নিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমে সম্ভব না। ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে গণতান্ত্রিক চেতনা থেকে আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি, অংশগ্রহণের কথা বলি, তখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনটা জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। সব দল অংশ না নিলে ভোট গ্রহণযোগ্য হয় না।