এবার গোপালগঞ্জ জেলা শহরের কাপড়পট্টিতে আগুন লেগে ৪-৫টি দোকানঘর পুড়ে গেছে। শনিবার ৮ এপ্রিল রাত আড়াইটার দিকে ফেন্সী শাড়ী হাউসের দোতলা হামীম টেইলার্সের গোডাউন অথবা ফেন্সী শাড়ী হাউসের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে ব্যবসায়ীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ জানান, শহরের কাপড়পট্টিতে আগুন লেগেছে এমন খবরের ভিত্তিতে রাত আড়াইটার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় জনতার সহাতায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস দল।
এ সময় মো. লিটন আহম্মেদ আরও জানান, ফেন্সী শাড়ী হাউসের দোতলা থেকে আগনের সুত্রপাত হয়েছে এটা ঠিক, তবে কোন ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।