আজ সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে দুটি ট্রেনের সংঘর্ষে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং ৫ বগি লাইনচ্যুত হয়ে যায়। এদিকে দুই ট্রেনের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে হাসানপুর রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন অপেক্ষমাণ ছিল। এ সময় একই লেনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ঢুকে পড়ে মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিন এবং ৫টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে চট্টগ্রাম থেকে ঢাকার রেলপথে কুমিল্লা শহরের আগে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশন। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।