দেশের নাটকে অসামান্য হাসি মানেই সাজু খাদেম। জনপ্রিয় এই অভিনেতার প্রতিটি অভিনয়ে দর্শকরা বাঁধভাঙা হাসি খুঁজে পান। তিনিও হাসাতে ভালোবাসেন। নাটক-কমেডি- উপস্থাপনায় বিস্তার দখল এই অভিনেতার। জনপ্রিয় এই অভিনেতা এবার দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার ১৭ এপ্রিল ছেলের জন্ম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সন্তানের ছবি পোস্ট করে সাজু খাদেম ক্যাপশনে লিখেছেন, ‘দীর্ঘ নয় মাস মাতৃগর্ভ বাসে পর আজ সকাল ১০টা ৩০ মিনিটে পৃথিবীর আলোয় এলো আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। সবার শুভ কামনা অব্যাহত থাকুক।’
জানা যায়, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ছেলের জন্ম হয়। ছেলের নাম রাখা হয়েছে চিত্র।
এদিকে সাজু খাদেমের প্রথম ছেলের নাম পট। ছোটপর্দা দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। তারপর অভিনয় করেছেন বেশ কটি চলচ্চিত্রেও। তার অভিনয় মুগ্ধ করেছে নাটক-ছবির দর্শকদের।