যশোরের চৌগাছায় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। সাগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার রবি কুমারের ছেলে। সাগর কুমার পেশায় মৎস্যজীবী ছিলেন।
এদিকে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ৯টার দিকে সাগর ও তাঁর বাবাসহ চারজন কপোতাক্ষ নদ পার হয়ে তারিনিবাস মাঠে নিজেদের জমির ধান গুছিয়ে পলিথিন দিয়ে ঢাকতে যান। এ সময় বজ্রপাত হয়। এতে সাগরের শরীরের বাঁ পাশ ঝলসে যায়। তখন স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর কুমারকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।