শরীয়তপুরের নড়িয়ায় আফরিন আক্তার মৌ (১৪) ও সূচনা আক্তার (১৩) নামের দুই কিশোরী কীর্তিনাশা নদীতে গোসলে নেমে মারা গেছে। নিহতরা সম্পর্কে খালা-ভাগনি। গতকাল বুধবার (২৬ এপ্রিল) বেলা ১টার দিকে নশাসন ইউনিয়নের শাওরা গ্ৰামের পাশের নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত আফরিন জামান মৌ নড়িয়ার কাজি কান্দি গ্রামের কামরুজ্জামান কাজির মেয়ে। সে গাজীপুরের বোর্ড বাজার গোল্ডেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর সুরাইয়া সূচনা খানম নড়িয়ার মোক্তারের চরের খান কান্দি গ্রামের শওকত খানের মেয়ে। সে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঈদের পরদিন গাজীপুর থেকে পরিবারের সঙ্গে শাওরা গ্ৰামের ফুপুর বাড়ি বেড়াতে আসে মৌ আর বোনের বাড়িতে আসে সূচনা। বেলা সারে ১১টার দিকে বাড়ির কাছেই কীর্তিনাশা নদীতে স্থানীয় আরও ৫ থেকে ৬ জনের সঙ্গে গোসল করতে যায় মৌ ও সূচনা। এ সময় পানির নিচে তলিয়ে যায় তিনজন। গোসল করতে আসা অন্যদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও তলিয়ে যায় মৌ আর সূচনা। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর তীর থেকে ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত হাসপাতাল নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়েছিল। তাদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের লাশ দাফনের জন্য থানায় আবেদন করা হয়। এতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।