মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের ক্রিকেটে অনুপ্রেরণার আরেক নাম তিনি। এবার মাশরাফি বিন মুর্তজা স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহ পালন করেছেন। এর আগে ওমরা হজ্জ পালন করার জন্য গত সোমবার (২৯ জানুয়ারি) রাতে দেশ ত্যাগ করবেন বাংলাদেশের ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে মাশরাফি বিন মর্তুজা একদমই চায় না ওমরা হজ্জের কথা মিডিয়ায় আসুক। সেজন্য যতটা সম্ভব নিরবে ও নিভৃতে মক্কা গিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে পড়েছে কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, ছোট ছোট কেশবিন্যাসে সফেদ পাঞ্জাবিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাশরাফি। অপর দিকে ভাইকে সাথে নিয়ে বোন হুমায়রাও ছবি দেখা যায়। আবার অন্য আরেকটি ছবিতে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও দেখা যায়।।
মাশরাফি-নুরুল দুজনের মুখেই প্রশান্তির ছায়া। অবশ্য মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই তাঁদের মক্কা শরিফে যাওয়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পরই মাশরাফি ও নুরুল সৌদি আরব গেছেন ওমরাহ করতে। হঠাৎ করে নয়, ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। নুরুলের সঙ্গে তাঁর স্ত্রী। পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত পরশু। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।