প্রেমিকার বাবাকে ফাঁসাতে তাঁরই মোবাইলফোন থেকে পুলিশের জরুরি নম্বর ১১২ তে কল দিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) এ তথ্য জানায় পুলিশ। খবর এনডিটিভির।
স্থানীয় পুলিশ জানিয়েছে ওই তরুণ যে নাম্বার থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন সেটি তার প্রেমিকার বাবার। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অঙ্কিতা শর্মা জানিয়েছেন, পুলিশ তাকে বেগমপুরা থেকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত ফোনটি জব্দ করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানা যায়, প্রেমিকার বাবা তাদের সম্পর্ক মেনে না নেয়ায় তরুণ আমিন হতাশ হয়ে এমনটি করেছে।
সহকারী পুলিশ কমিশনার (বাবুপুর্বা) সন্তোষ কুমার সিং বলেন, আমিনের প্রেমিকার বাবা একজন রিক্শাচালক। তিনি এসবের কিছুই জানতেন না। ১০ দিন আগে তার ফোন চুরি হয়ে যায় বলে জানান তিনি। চুরি হওয়া ফোন থেকে যে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে সে ব্যাপারে তিনি পরে জানতে পেরেছেন। আমিনের প্রতিবেশিরা জানিয়েছে, তাকে (আমিন) জিজ্ঞাসা করার পর সে সব স্বীকার করেছে এবং বলেছে প্রেমিকার বাবা সম্পর্ক মেনে না নেয়া তাকে ফাঁসাতে এই কাজটি করেছিল।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অঙ্কিতা শর্মা জানিয়েছেন, আমিনকে হেফাজতে নেয়ার পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে। তিনি আরও জানান, ১০ দিন আগে প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করে আমিন। পরে নিজের সিম থেকে ফোন করে যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে তোলা হবে।